প্রকল্প প্রস্তাবনা প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র সেমিনার কক্ষে দিন ব্যাপী (২৯ জুন ২০২১) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য প্রকল্প প্রস্তাবনা প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দিন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন। ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তৃতায় বলেন, প্রকল্প প্রণয়নে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষনের বিকল্প নেই। তিনি প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণলব্ধ জ্ঞান ব্যবহার করে সুষ্ঠূ ও সুন্দর প্রকল্প প্রস্তাবনা তৈরির উপর গুরুত্বারোপ করেন। তিনি এ কর্মশালার সফলতা কামনা করেন। বিশ^বিদ্যালয়ের পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান এর সভাপতিত্বে এ কর্মশালায় কেজিএফ এর নির্বাহী পরিচালক ড. জীবন কৃঞ্চ বিশ্বাস, ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক প্রফসের ড. আবু নসর মোঃ আমনিুর রহমান, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম এবং ফশিারজি বায়োলজি এন্ড এ্যাকোয়্যাটকি এনভাইরনমন্টে বভিাগরে প্রফেসর ড. এস.এম. রফিকুজ্জামান প্রশিক্ষণ প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক (আইকিউএসি) ড. আসিফ রেজা অনীক।