Blog

নতুন চালুকৃত এগ্রিমেটিওরোলজি বিভাগে এমএস প্রোগ্রামের কোর্স কারিকুলাম সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন চালুকৃত এগ্রিমেটিওরোলজি বিভাগে এমএস প্রোগ্রাম চালুর বিষয়ে কনসালটেশন কর্মশালা আজ ১০ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার, বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন, প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন এগ্রিমেটিওরোলজি বিভাগের প্রধান প্রফেসর নাসিমুল বারী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এগ্রো-মেটিওরোলজিক্যাল ইনফরমেশন সিস্টেম্স ডেভেলপমেন্ট প্রকল্পের পরিচালক ড. মোঃ শাহ কামাল খান প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন।
কারিগরী সেশনে প্রকল্পের কনসালটেন্ট প্রফেসর ড. মঈন-উস-সালাম কোর্স-কারিকুলাম সংক্রান্ত মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রফেসর ড. আবদুল হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কারিগরী সেশনে বিশেষজ্ঞগণ এগ্রোমেটিওরোলজি বিভাগের এমএস প্রোগ্রামের কোর্স কারিকুলাম বিষয়ে মূল্যবান মতামত প্রদান করেন।
কর্মশালায় বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রক্টর, প্রভোস্ট, অধ্যাপক এবং বিভিন্ন সংস্থা থেকে আগত আমন্ত্রিত অতিথিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।