কৃষিবিদ আব্দুল মান্নান এমপি এর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মহোদয়ের শোক প্রকাশ
বগুড়া ১ আসনের মাননীয় সংসদ সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান আজ সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেছেন এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। ভাইস-চ্যান্সেলর তাঁর শোক বার্তায় বলেন, মাননীয় সংসদ সদস্য-এর আকষ্মিক মৃত্যুতে কৃষিক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হয়েছে, যা সহজে পূরণ হবার নয়। তিনি ছিলেন বাংলাদেশের কৃষি পরিবারের এক পরম বন্ধু। তিনি এদেশের কৃষি, কৃষক ও কৃষিবিদদের পক্ষের একজন নিবেদিতপ্রাণ মানুষ হিসেবে সর্বত্র সমাদৃত ছিলেন। ভাইস-চ্যান্সেলর আরো বলেন, তিনি ছিলেন এ বিশ্ববিদ্যালয়ের অন্যতম অকৃত্রিম বন্ধু, সিন্ডিকেট সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও কার্যক্রমে তাঁর বলিষ্ঠ ভূমিকা ও অবদানের কথা বিশ্ববিদ্যালয় চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তিনি আরো বলেন, মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
তিন বারের সংসদ সদস্য এই বর্ষীয়ান কৃষিবিদ নেতা আব্দুল মান্নান গত শতকের আশির দশকে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)’র কেন্দ্রীয় ছাত্রসংসদ (বাকসু)’র ভিপি ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন এর মহাসচিব এর দায়িত্বও পালন করেছেন। উল্লেখ্য যে, তিনি ১৯৫৩ সালের ১৯ ডিসেম্বর বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন।