Blog

কৃষিতে উচ্চতর ডিগ্রী প্রদান ও উচ্চমানের গবেষণার বিষয়ে কানাডা প্রতিনিধিদলের বশেমুরকৃবি পরিদর্শন ও মতবিনিময়

গ্লোবাল ইনস্টিটিউট অব ফুড সিকিউরিটি (জিআইএফএস) কানাডার ‘বঙ্গবন্ধু গবেষণা চেয়ার’ এর প্রধান ড. এন্ড্রু সার্প এর নেতৃত্বে ৪ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজ (৮ ডিসেম্বর ২০২১) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) পরিদর্শন করেন। প্রতিনিধি দল কৃষিতে উচ্চমানের গবেষণা ও শিক্ষা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া ও শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময়, গবেষণা ল্যাব ও মাঠ পরিদর্শন করেন। কানাডার প্রতিনিধি দল বশেমুরকৃবি শিক্ষকবৃন্দের সাথে কৃষির বিভিন্ন বিষয়ে যৌথভাবে গবেষণার জন্য স্বল্প মেয়াদী ও দীর্ঘ মেয়াদী গবেষণা প্রকল্প তৈরীর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও কৃষিতে দক্ষ মানবশক্তি তৈরীর লক্ষ্যে ন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্স সিস্টেম (ঘঅজঝ) এর আওতাধীন কৃষি প্রতিষ্ঠানসমূহের বিজ্ঞানীদের উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ে আলোকপাত করেন। বশেমুরকৃবি ও সাচকাচুয়ান বিশ্ববিদ্যালয়, কানাডার সাথে যৌথ ডিগ্রী প্রদানের বিষয়ে মত বিনিময় শেষে উভয়পক্ষ শীঘ্রই যৌথ ডিগ্রী প্রদানে একমত পোষণ করেন। বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে প্রতিনিধি দল বশেমুরকৃবি’র শিক্ষা, গবেষণা ও বহিরাঙ্গন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। ভাইস-চ্যান্সেলর মহোদয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শন ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করায় কানাডা প্রতিনিধি দলকে আন্তরিক ধন্যবাদ জানান।