Blog

কৃষিতে উচ্চতর ডিগ্রী প্রদান ও উচ্চমানের গবেষণার বিষয়ে কানাডা প্রতিনিধিদলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গ্লোবাল ইনস্টিটিউট অব ফুড সিকিউরিটি (জিআইএফএস) কানাডা এবং প্রেইরি এগ্রিকালচারাল মেশিনারী ইনস্টিটিউট (পামি) কানাডা -এর সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক মতবিনিময় সভা আজ (৩০ অক্টোবর ২০২৩) একাডেমিক কাউন্সিল সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, বঙ্গবন্ধু চেয়ার এন্ড্রু শার্প, বঙ্গবন্ধু লিংক চেয়ার ড. আশুতোষ সরকার। এ অনুষ্ঠানে এগ্রোপ্রসেসিং বিভাগের প্রফেসর ড. মোঃ অহিদুজ্জামান এবং পামি-র প্রকৌশলী গ্যারি অ্যালেন বার্গেন অনুষ্ঠানে চলমান প্রকল্প ডেভেলপমেন্ট অফ এ লো-টেম্পারেচার প্যাডি ড্রাইং/স্টোরেজ সিস্টেম এর অগ্রগতি উপস্থাপন করেন। এছাড়া এক্সেলারেটেড ব্রিডিং প্রোগ্রাম এর বাস্তাবায়নে সহযোগিতা বৃদ্ধি ও অত্র বিশ্ববিদ্যালয় এবং কানাডার সাচকাচুয়ান বিশ্ববিদ্যালয় যৌথ এমএস ও পিএইচডি ডিগ্রী প্রদান বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা হয়। আলোচনায় প্রতিনিধি দল এসকল বিষয় নিয়ে একমত প্রকাশ করেন। ভাইস-চ্যান্সেলর মহোদয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শন ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করায় কানাডা প্রতিনিধি দলকে আন্তরিক ধন্যবাদ জানান। এসময় বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডীন, পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।