Blog

এপিএতে শীর্ষস্থান অর্জন করায় বশেমুরকৃবিকে ইউজিসি কর্তৃক সম্মাননা প্রদান

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রণীত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নের মূল্যায়ণে ২০২২-২০২৩ অর্থ বছরে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) শীর্ষস্থান অর্জন করায় দেশের শিক্ষা পরিবারের সর্ব্বোচ্চ ব্যক্তিবর্গের উপস্থিতিতে আজ ২৩ জুন ২০২৪ তারিখ বেলা ১১ঃ৩০ ঘটিকায় ইউজিসি অডিটোরিয়ামে আয়োজিত এপিএ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বশেমুরকৃবিকে বিশেষ সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া উক্ত সম্মাননা গ্রহন করেন। এই নিয়ে টানা তৃতীয় বারের মতো বশেমুরকৃবি এপিএ বাস্তবায়নে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায়। উল্লেখিত অর্থবছরে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, রেজিস্ট্রার, এপিএ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া এপিএতে পর পর তিনবার শীর্ষস্থান অর্জনের অভিজ্ঞতা উপস্থিত সকলের সাথে শেয়ার করেন এবং ইউজিসিকে ধন্যবাদ জানান। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় শিক্ষামন্ত্রী সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়সমূহকে আরও দক্ষ ও কর্মমূখী শিক্ষাদানের পাশাপাশি সংখ্যার চেয়ে গুণমানের দিকে বিশেষ নজর দিতে বলেন। তাছাড়া, দেশের বিভিন্ন জেলায় অবস্থিত অধিভূক্ত বিভিন্ন কলেজসমূহের শিক্ষার মানোন্নয়নের জন্য নতুন স্থাপিত বিশ্ববিদ্যালয়সমূহকে নিবিড় তদারকি ও সঠিক তত্বাবধানের জোড়ালো আহবান জানান।