উদ্যান ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল এবং সংগ্রোত্তর ব্যবস্থাপনা” বিষয়ক কৃষক প্রশিক্ষণ
বশেমুরকৃবি’র বহিরাঙ্গন কার্যক্রম এর উদ্যোগে “উদ্যান ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল এবং সংগ্রোত্তর ব্যবস্থাপনা” বিষয়ক কৃষক প্রশিক্ষণ আগামী ০৬ই মার্চ ২০২৩ খ্রি. তারিখ রোজ সোমবার বেলা ৯:৩০ ঘটিকায় অত্র বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া, মাননীয় ভাইস-চ্যান্সেলর, বশেমুরকৃবি; এবং বিশেষ অতিথি হিসাবে প্রফেসর তোফায়েল আহমেদ, মাননীয় ট্রেজারার, বশেমুরকৃবি উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রফেসর ড.ইমরুল কায়েস, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম), বশেমুরকৃবি।
উক্ত কর্মশালায় সম্মানীত সকল ডীন, পরিচালক, গ্রন্থাগার প্রধান এবং প্রক্টর মহোদয়গণ কে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।