ইউজিসি কর্তৃক ২০২০-২১ অর্থ বছরের এপিএ মূল্যায়নে বশেমুরকৃবি’র শীর্ষস্থান অর্জন প্রসঙ্গে।
বাংলাদেশের ৪৬ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) বাস্তবায়ন বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক মূল্যায়ন ও সর্বোচ্চ প্রাপ্ত নম্বরের (৯৮.৩৮) ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় শীর্ষস্থান অর্জন করিয়াছে। এই অর্জনে বিশ্ববিদ্যালয়ের সকলের আন্তরিক প্রচেষ্টা ও সর্বাত্মক সহযোগিতার জন্য মাননীয় ভাইস-চ্যান্সেলর, বশেমুরকৃবি সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।