আলহাজ্ব এডভোকেট মো. রহমত আলী, এমপি-এর মৃত্যুতে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের শোক প্রকাশ
মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক প্রতিমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সাবেক সদস্য আলহাজ্ব এডভোকেট মো. রহমত আলী আজ সকাল ৭:৩৫ মি. রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
মরহুম এডভোকেট মো. রহমত আলী ১৯৪৫ সালের ১৬ সেপ্টেম্বর গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মরহুম রহমত আলী ১৯৫১ সাল থেকে পরপর পাঁচবার গাজীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। কৃষি ও কৃষকের উন্নয়নে সরকারের যুগান্তকারী পদক্ষেপ ‘একটি বাড়ী একটি খামার’ প্রকল্পের প্রবক্তা মরহুম রহমত আলী ১৯৯৬ থেকে ২০০১ মেয়াদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যানসহ গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ভাইস-চ্যান্সেলর তাঁর শোক বার্তায় বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মাননীয় সাবেক সংসদ সদস্য মরহুম রহমত আলী-এর আকষ্মিক মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে, যা সহজে পূরণ হবার নয়। তিনি আরো বলেন, মরহুম রহমত আলী ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের একজন অকৃত্রিম বন্ধু। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদান এবং সিন্ডিকেট সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও কার্যক্রমে তাঁর বলিষ্ঠ ভূমিকার কথা বিশ্ববিদ্যালয় চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
তাঁর মৃত্যুতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।