Blog

আফ্রিকার লেসোথো বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের বশেমুরকৃবি পরিদর্শন

আফ্রিকার ন্যাশনাল ইউনিভার্সিটি অব লেসোথো এর তিন সদস্য বিশিষ্ঠ একটি প্রতিনিধিদল আজ ৬ ফেব্রুয়ারী ২০২৪ সকাল ১০:০০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়ার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাত করেন। এসময় ন্যাশনাল ইউনিভার্সিটি অব লেসোথো এর মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর মাকোয়ালা ভি. মারাকি, পুষ্টি বিভাগের সিনিয়র লেকচারার কেবিসামাং জে. মথিব ও ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সিনিয়র লেকচারার জোয়ালেন আর. মারুনি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এর গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন, প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান, এগ্রো প্রসেসিং বিভাগের প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, ড. মোঃ অহিদুজ্জামান ও সহকারী প্রফেসর ড. মোঃ নাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এ আলোচনায় উভয় দেশের ভৌগলিক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা নিয়ে বিস্তর আলোচনা হয়। বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ইতিহাসসহ বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত পরিচিতি ন্যাশনাল ইউনিভার্সিটি অব লেসোথো এর প্রতিনিধিদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, সুনির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার-ভিত্তিক নর্থ-আমেরিকান কোর্স-ক্রেডিট সিস্টেমের উন্নত একাডেমিক কার্যক্রমের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে বিভিন্ন ফসলের ৭৭ টি উন্নত জাত ও ১৬ টি প্রযুক্তি উদ্ভাবন করেছে এ বিশ্ববিদ্যালয় যার অধিকাংশই মাঠপর্যায়ে কৃষকদের কাছে বিপূলভাবে সমাদৃত হয়েছে। এরই ফলশ্রুতিতে বিশ্বখ্যাত সিমাগো (SCIMAGO), টাইমস হায়ার এডুকেশন (Times Higher Education), উরি (WURI), কিউএস (QS) ইত্যাদি আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে ঈর্ষণীয় অবস্থানসহ বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মুঞ্জরী কমিশন (UGC) প্রণীত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (APA) পরপর তিনবার প্রথম স্থান অর্জনকারী এ বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ভাবমূর্তি দেশ ছেড়ে আজ আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি লাভ করেছে। ভাইস-চ্যান্সেলর আশাবাদ ব্যক্ত করেন এই আলোচনার মাধ্যমে দু’দেশের মধ্যে শিক্ষা, গবেষণা, বৈজ্ঞানিক ধ্যান-ধারণা ও প্রযুক্তি আদান-প্রদান সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হবে। পরিশেষে তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি অব লেসোথো বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।