বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় নেতা শহীদ তাজউদ্দীন আহমদ-এর ৯৪তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় গত (২৩ জুলাই, মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হলে পালিত হয়েছে। এ উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে জাতীয় নেতা শহীদ তাজউদ্দিন আহমদ এর জীবনী ও অবদানের উপর আলোকপাত করেন। হলের প্রভোস্ট ড. ইমরুল কায়েস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সহকারী প্রভোস্ট মোঃ তানবীর রুবায়েতসহ অন্যান্য হলের সহকারী প্রভোস্টবৃন্দ, হলের ছাত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।