Fellowship under the department of Biotechnology

 

পি এইচ ডি ফেলোশিপ সংক্রান্ত বিজ্ঞপ্তি                                                                                      Find the .pdf file by click here
তারিখঃ ১৮-০৭-২০১৭ ইং

BAS – USDA- এর অর্থায়নে বায়োটেকনোলজি বিভাগে বাস্তবায়নাধীন ”Identification of virulence genes involved in streptococcosis in tilapia  and development of prevention measure against the disease” শীর্ষক প্রকল্পের আওতায় গবেষণা সম্পন্ন করার লক্ষ্যে একজন পিএইচডি ছাত্রকে নি¤œ বর্ণিত শর্তে ফেলোশিপ প্রদান করা হবেঃ

শর্তাবলীঃ
১। প্রার্থীকে বায়োটেকনোলজি বিভাগে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত হতে হবে।
২। ঋরংয ফরংবধংব সংস্লিষ্ট বিষয়ে গবেষণার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধীকার প্রদান করা হবে।
৩। প্রার্থীর স্বীকৃত জার্নালে নূন্যতম ২টি প্রকাশনা থাকতে হবে।
৪। নির্বাচিত প্রার্থীকে প্রকল্পের  আওতায় প্রকল্প মেয়াদ কালীন সময়ে অথবা সর্বোচ্চ ৩ বৎসর মাসিক ২০,০০০/- (বিশ হাজার) টাকা হারে বৃত্তি প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীদেরকে আগামী ২৪-০৭-২০১৭ ইং তারিখ সকাল ১০:০০ টায় আবেদনপত্র, জীবনবৃত্তান্ত সহ নি¤œ স্বাক্ষরকারীর দপ্তরে ফেলোশিপ বাছাই কমিটির সম্মূখে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান
বায়োটেকনোলজি বিভাগ
বশেমুরকৃবি, গাজীপুর-১৭০৬

প্রিন্সিপাল ইনভেস্টিগেটর,
‘Identification of virulence genes involved in streptococcosis in tilapia  and development of prevention measure against the disease”- প্রকল্প।